আলিপুরদুয়ার ১ নং ব্লকের তপশীখাতা গ্রাম পঞ্চায়েতের পাটকাপাড়ায় শনিবার মহিলা ফুটবল খেলার শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। মনোরঞ্জন দে যখন পাটকাপাড়া ফুটবল খেলার মাঠে প্রবেশ করেন তখন তাকে আদিবাসী কৃষ্টি কালচারের নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

বরণ পর্ব শেষ হওয়ার পরেই মনোরঞ্জন দে মহিলা ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন। এরপর মনোরঞ্জন দে পাটকাপাড়া থেকে বেরিয়ে সোজা আলিপুরদুয়ার বিবেকানন্দ ২ নং গ্রাম পঞ্চায়েতে গিয়ে আর একটি নক আউট ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন।