রাতের অন্ধকারে পরপর ১১ টি বিদ্যুতের খুঁটি থেকে উধাও হয়ে গেল বৈদ্যুতিক তার। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকায় চা বাগানের মধ্য দিয়ে যাওয়া বিদ্যুতের খুঁটির তার উধাও হয়ে গেল রাতের অন্ধকারে। জানা গিয়েছে, চা বাগানের জল দেওয়ার জন্য বাগানের মধ্য দিয়ে এই বিদ্যুত পরিষেবা দেওয়া হয়। জনবসতি এলাকা থেকে এই বিদ্যুতের তার চা বাগানের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে চা বাগানের মালিকরা বাগানে গিয়ে দেখে পরপর ১১ টি বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক তার উধাও হয়ে গেছে। বিদ্যুৎ থাকাকালীন দুঃসাহসিক কাজ কারা কিভাবে ঘটালো দেখে হতবাক সকলে।

কয়েক দিন আগেও ৬ টি খুঁটি থেকে একই ভাবে তার চুরি হয়ে গেছে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ইতি মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চা বাগান মালিকরা জানিয়েছেন, এর আগেও পুলিশকে জানানো হয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার আক্তার সর্দার কে কল করা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই , তবে কয়েক দিন আগে ছয়টি পোলের তার চুরি হয়ে গিয়েছে, এ বিষয় নিয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করা হয়েছে। তবে আজকের বিষয়টি জানা নেই বিষয়টি দেখে থানায় লিখিত অভিযোগ করব। এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আমরা সমস্যায় পড়বো।