মালদা নালাগোলা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু এক ব্যক্তির। শনিবার সকাল নটা নাগাত হবিবপুর থানার কেন্দপুকুর সংলগ্ন মুড়ির মিল এলাকায়, পাকুয়াহাটের দিক থেকে আসা এক যাত্রীবাহী বেসরকারি বাস মালদা নালাগোলা রাজ্য সড়কে এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই, ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ, স্থানীয় বাসিন্দারা বাস চালকদের উপর ক্ষোভ উগরে দিয়ে প্রায় ঘন্টা দুয়েক মৃ*তদে*হ রেখে রাস্তা অবোরধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে মালদা নালাগোলা রাজ্যকে বাস চালানোর জন্যই মালদা নালাগোলা রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম সন্তোষ রায়, বয়স আনুমানিক (৩৮), বাড়ি হবিবপুর থানা জীবনপুর এলাকায়। প্রায় দু’ঘণ্টা পর অবরোধ তুলে দিয়ে হবিবপুর থানার পুলিশ মৃ*তদে*হটি উদ্ধার করে,ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।