কেটে গিয়েছে এক বছর, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ ফরোয়ার্ড নগরে প্রতিবাদ সভায় আয়জন করলো অভয়া মঞ্চ। এদিন প্রতিবাদী সঙ্গীত সহ একাধিক কর্ম কান্ডের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

উক্ত এই সভায় মহিলাদের পাশাপাশি পুরুষেরাও অংশ গ্রহণ করেন এবং আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হন। এ বিষয়ে মৌমিতা গাঙ্গুলি নামে এক মহিলা বলেন, ” ঘটনার এক বছর কেটে গেলেও এখনও বিচার মেলেনি। যত দিন বিচার মিলবে না আমাদের প্রতিবাদ জারি থাকবে।”