পার্লামেন্ট লর্ড মাউনটব্যাটেনকে যে আদেশ পত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে ১৯৪৮ সালের ৩০ জুন হয়ে যাবে। কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তোলে। তাই তখন মাউন্টব্যাটেন এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে ১৯৪৭ সালের অগস্টে এগিয়ে আনেন। সেই বছরই ৪ জুলাই ব্রিটিশ হাউজ অব কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং সেটা ১৮ জুলাই গৃহীত হয়। এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ভাইসরয়।

অবশেষে ১৪ আগস্ট দেশ ভাগ হয় এবং ১৫ অগস্টের মাঝরাতে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় ভারত। সেই থেকে পাকিস্তান ১৪ অগস্ট আর ভারত ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে।আর আজ সেই দিনটিকে প্রাচূর্যতার সাথে বীরভূমের তৃণমূল কার্যালয় আমাদের দেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই স্বাধীনতা দিবস পালন করলেন তারা। প্রতিটি মানুষের মুখে স্বাধীনতার স্লোগান। তৃণমূলের দলীয় কার্যালয়ে সবাই একসাথে স্বাধীনতা দিবস উদযাপন করেন।