আজ ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস। সারা ভারতবর্ষের সাথে ব্যারাকপুর গান্ধী ঘাটে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান । পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গান্ধী ঘাটে গান্ধীর মূর্তির পাদদেশে মাল্যদান করেন I অংশ নেন প্রার্থনা সভায় I

রাজ্যপাল দেশবাসীকে 15 ই আগস্ট এর শুভেচ্ছা জানান I এরপর তিনি বলেন ভিন রাজ্যে গিয়ে যেভাবে বাঙালি আক্রান্ত হচ্ছে তার দ্রুত সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি I