বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচকের ভুতনিতে। প্লাবিত বহু এলাকা। আর এই নিয়ে ফোনে এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে ফোনে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন। ক্ষেপে গিয়ে গালিগালাজ শুরু করে দেন। সেই অডিও ভাইরাল। ইতিমধ্যেই সেই অডিও নিয়ে হৈ চৈ পড়ে গেছে রাজনৈতিক মহলে। সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিলেন তিনি রেগে বলেছেন।

উলটে তাঁর বক্তব্য, একটা চক্র কাজ করছে। সেই চক্রের লোকজন তাঁকে উত্যক্ত করার জন্যেই ফোন করেছে। অন্য দিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির নেতা প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।