এমন দৃশ্য দেখে হঠাৎ অবাক হয়ে যান এলাকার মানুষ। কবরস্থানের পাশে একই ধরনের অদ্ভুত ফুল! ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে এ পাড়া থেকে ওপাড়া তারপর মধ্যেও ছড়িয়ে পড়ে। শুরু হয় দূর-দূরান্ত থেকে আনাগোনা। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার বাঁকড়া গাজীপাড়া ঘটনা।

সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু হয় মানুষেরও। সবাই একদৃষ্টিতে দেখেন এবং ভাবেন এটা কি কি ধরনের উদ্ভিদ! এমন ধরনের উদ্ভিদ দেখিয়ে কেউ কেউ ভাবেন এটি হয়তোবা কোন অলৌকিক ঘটনা। তবে এ বিষয়ে স্থানীয় কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী জানান, আসলে এটি একটি ফার্ন বা ছত্রাক জাতীয় উদ্ভিদ। এটি দেখে আতঙ্কিত বা ভয়ের কোন কারণ নেই। একইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ্ত সরকার জানান, অনেক সময়ের সাথে কিংবা দীর্ঘ সময় যাতায়াত করা হয় না এমন জায়গায় মস বা ফার্ন জাতীয় উদ্ভিদ কিংবা ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায়। এটি তারই একটি প্রজাতি বিশেষ।