শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং চলাকালীন উত্তেজনা ছড়াল। সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মণকে। অভিযোগ, নিজের বক্তব্য রাখতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এরপর তিনি চেয়ারম্যান, মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড মিটিং।

দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়া হয়। বাইরে এসে ক্ষোভ উগরে দিয়ে জানান, “বারবার আমাকে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে।” তিনি দাবি করেন, সম্প্রতি পুরোনিগমের একটি অবৈধ বিল্ডিং ভাঙতে যাওয়া হলেও শেষমেশ তা ভাঙা হয়নি। এক পুরনিগম আধিকারিকের ফোন আসার পরই আচমকা সেই অভিযান বন্ধ হয়ে যায়। কেন অভিযান বন্ধ হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পুরনিগমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে I