বাড়ি ফিরলেন বাংলাদেশী সন্দেহে আটক মালদার পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশী সন্দেহে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের সাতজন পরিযায়ী শ্রমিক ছাড়া পাওয়ার পর সোমবার সকালে বাড়ি ফিরলেন। তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরলেন তারা। এরপর কি কাজ করবেন ? কি ভাবে সংসার চালাবেন। তা জানেন না শ্রমিকরা।

এদিন শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গতকাল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছিলেন। যদিও দেখার বিষয় বাস্তবে এই শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কি না। না কি ফের তাদের যেতে হবে ভিন রাজ্যে। যদিও তৃণমূলের এই আশ্বাস কে ভাঁওতাবাজি বলেই কটাক্ষ বিজেপির।