আন্তর্জাতিক বাঘ দিবসে সচেতনতা প্রচার বনদপ্তর এবং জয়েন্ট ফরেস্ট মেনেজম্যান্ট কমিটির। ২৯ শে জুলাই মঙ্গলবার আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে এদিন সকালে কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি নতুন বাজার এলাকায় একটি র্যালি করা হয় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে।

আন্তর্জাতিক বাঘ দিবস নিয়ে আলোচনার পাশাপাশি প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার প্রচার করা হয় নতুন বাজার এলাকায়। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে গ্রাম পঞ্চায়েত থেকে বাজার এলাকায় বসানো ডাস্টবিন আবর্জনা তুলে রাখা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং স্থানীয় ব্যবসায়ীরা।