সোমবার দুপুরে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কিছু বহিরাগত যুবকরা কলেজে ঢুকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে ও পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কৈলাসহর থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে কলেজ চত্বরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজ শাখার সভাপতি দীপাঞ্জন ভট্টাচার্য্য বলেন, কলেজে বহিরাগতদের বারবার আগমনে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। বহুবার কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানোর পর ওর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মতে, শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক এবং দ্রুত ওইসব বহিরাগত উশৃংখল যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন