ত্রিপুরা ধলাই জেলা লংতরাইভ্যালি মহকুমার ছাওমনু বিদ্যালয় পরিদর্শকের অফিস তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ জনজাতি গ্রামবাসী। ক্ষুব্ধ জনজাতি মানুষজনরা জানিয়েছেন, ছাওমনু গ্রামের সপ্তরাম পাড়া সহ বিভিন্ন স্কুলগুলি বর্তমানে শিক্ষক স্বল্পতায় ভুগছে, এমনকি ছাওমনু বিদ্যালয় পরিদর্শকের অধীন ১১৯ টি বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৬০টি বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে।

এরই মধ্যে ওই একজন শিক্ষককেও অন্য বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়, যার ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে । একই রকমভাবে আরো ৭টি বিদ্যালয় থেকে শিক্ষকদের বদলি করা হয়, এরই প্রতিবাদে সোমবার সকল জনজাতি মানুষজন ছাওমনু বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষক স্বল্পতার বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিদর্শক মোসেস দেববর্মা জানায়, শিক্ষক বদলির বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করা হয়েছে। ক্ষুব্ধ জনজাতি মানুষজনদের দাবি, শিক্ষক বদলির আদেশ বাতিল না করা পর্যন্ত বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলবে বলে তারা হুশিয়ারি দিয়েছেন।