আগামী ২৮শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ। সেই সমাবেশকে সফল করে তুলতে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোমবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকের একটি হোটেলে।

এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সভায় তিনি সংগঠনের ছাত্র-ছাত্রী ও নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন সমাবেশে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি ও যুব সমাজের বৃহত্তর ভূমিকা নিয়ে। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ সহ একাধিক নেতৃত্বরা।