রবিবার রাতে ধূপগুড়ির কালীরহাটে এক বাড়ি থেকে উদ্ধার হলো কালাচ সাপ I কিন্তু কোথা থেকে এলো এই সাপ ? বিষধর এই কালাচ সাপ উদ্ধারে, চিন্তায় স্থানীয় মানুষ থেকে উদ্ধারকারীরাও। এদিন রাতে কালীরহাট বিনাপানী ক্লাব, কালী মন্দির এলাকায় স্থানীয় কৃষ্ণপদ মদোক’এর বাড়িতে এই বিষধর সাপ ঢুকে পরার ঘটনা ঘটে। ঘটনা প্রসঙ্গে কৃষ্ণপদ মদোক জানান, এদিন রাতে তিনি সাপটিকে বারান্দায় দেখতে পান। এবং কিছু সময় পরে সেই সাপটি ঘরে ঢোকার চেষ্টা করছিল। উপায় না পেয়ে লাঠি দিয়ে নিজেরাই দীর্ঘক্ষণ চেষ্টা চালাই সাপটিকে বাইরে বের করে দেওয়ার।

কিন্তু তা সম্ভব হয়নি। সাপ ঢুকে পরার ঘটনায় আতঙ্কিত পরিবারটি শেষমেশ খরব দেয় বনদফতরকে। সেখান থেকে ধূপগুড়ি এনিমেল লাভার্স’এর সদস্যদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে এনিমেল লাভার্স’এর সদস্যরা সাপটিকে উদ্ধার করে। এদিন এই উদ্ধার হওয়া সাপটির বিষয়ে বিস্তারিত জেনে চিন্তায় মদোক পরিবার। কালাচ সাপ ভারতের সমস্ত বিষধর সাপগুলোর মধ্যে প্রথম সারির এক নম্বর তালিকায় থাকা বিষধর সাপ। একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারন। তাই এই বিষধর সাপের হাত থেকে বাঁচতে মানুষকে আরও সাবধান ও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন এনিমেল লাভার্স’এর সদস্য ভজন সাহা।