কলকাতার পরে এবার থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার পথে এগোতে চলেছে শিলিগুড়ি পৌরনিগম। শহরের রেগুলেটেড মার্কেটে প্রথম পর্যায়ে এই বিশেষ প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এমএমআইসি সদস্যরা, রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য বাজারের ব্যবসায়ীরা। বৈঠকে থার্মোকল ব্যবস্থাপনার প্রয়োজনে সচেতনতা ও রূপায়ণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গেছে, শিলিগুড়ি পৌরনিগমের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতা গিয়ে সেখানকার থার্মোকল ম্যানেজমেন্ট পদ্ধতি ঘুরে দেখে এসেছে। ওই অভিজ্ঞতা বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রকল্পটি ১৫তম অর্থ কমিশনের অনুদানে বাস্তবায়ন করা হবে। মেয়র গৌতম দেব আরও জানান, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রেগুলেটেড মার্কেটকে আধুনিকীকরণ করা হবে— তৈরি হবে উন্নত নিকাশি ব্যবস্থা, সৌন্দর্যায়নের পাশাপাশি গুরুত্ব পাবে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনা। পৌরনিগমের এই পদক্ষেপে শহরের পরিবেশবান্ধব বাজার ব্যবস্থাপনার দিকে আরও এক ধাপ এগোবে বলে আশাবাদী পুরসভার আধিকারিকরা।