ত্রিপুরার সকল সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ে এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য সর্বদা ময়দানে নেমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি। ত্রিপুরার যে কোনো জায়গাতে সাংবাদিকদের উপর আক্রমণ সংঘটিত হলেই আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি।

এবার ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর গোবিন্দপুর ভগৎ সিংহ হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার ঊনকোটি জেলা কমিটি। এই জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির সভাপতি বিক্রম কর্মকার, সাধারণ সম্পাদক মিঠুন আচার্যী, বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী সন্দীপ দেব রায় সহ অন্যান্যরা। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির ঊনকোটি জেলার সভাপতি হয়েছেন নাঈম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছেন জাকির হোসেন খান।