রবিবার ত্রিপুরা খোয়াই জেলা আশারাম বাড়ি গ্রামে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে এসে এক ভিডিও বার্তায় তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ বললেন, সিপিআইএম কর্মীরা তিপ্রামথা দলের কর্মী সেজে বিজেপি কর্মীদের উপর এই হামলা করেছে। পাশাপাশি তিনি তিপ্রামথা দলের কর্মীদের একতা রক্ষার উপর জোর দিয়েছেন।

রাজনৈতিক সংঘর্ষ যাতে না হয়, তিপ্রাসারা যাতে একে অপরের বিরোধী না হয় তার জন্য আবেদন জানিয়েছেন তিনি। প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ আরো বললেন, একদিন দেখা যাবে ঝাণ্ডার জন্য লড়াই করতে গিয়ে নিজের জমি হারিয়ে যাবে। তাই, ২০২৬ সালের ত্রিপুরা এডিসি এলাকা নির্বাচনের দুই মাস আগে রাজনৈতিক লড়াই সংঘটিত করলেও একতা বজায় রাখতে তিপ্রামথা দলের কর্মীদের পরামর্শ দিয়েছেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন।