শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানা সংলগ্ন এলাকায় এক নাবালিকাকে ধ*র্ষনের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এনজেপি থানা এলাকার এক মহিলা দ্বিতীয়বার বিবাহ করেন। আগের পক্ষের ১৩ বছরের কন্যাকে নিয়ে তিনি নতুন স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন।

সম্প্রতি কর্মসূত্রে ওই মহিলা শিলিগুড়ির বাইরে গেলে বাড়িতে একা থেকে যায় তার মেয়ে ও সৎ বাবা। অভিযোগ, সেই সুযোগে সৎ বাবা কিশোরীকে ধ*র্ষন করে। ঘটনার কথা মেয়েটি নিজের দাদু-দিদিমাকে জানায়। পরে তারা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । রবিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে গোটা ঘটনা তদন্তে করেছে পুলিশ I