আলিপুরদুয়ার ১ নং ব্লকের তপশিখাতা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজবংশী ঐক্য মঞ্চের আলিপুরদুয়ার জেলা কনভেনশন। উক্ত কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা ও দার্জিলিং জেলার অনেক রাজবংশী ঐক্য মঞ্চর পদাধিকারিক।

রাজবংশী ঐক্য মঞ্চের অনুষ্ঠান শুরু হওয়ার আগমুহূর্তে রাজবংশী ঐক্য মঞ্চের ব্যানার হাতে নিয়ে একটি শোভাযাত্রা শুরু করা হয় আলিপুরদুয়ার ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কে। এরপর মূল মঞ্চে রাজবংশী ঐক্যমঞ্চের অতিথিদের রাজবংশী কৃষ্টি কালচারের বৈরাতি নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। রাজবংশী ঐক্য মঞ্চের পক্ষ থেকে মূলমঞ্চে তপশীখাতা উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা কে সংবর্ধনা দেওয়া হয়। রাজবংশী ঐক্য মঞ্চের আলিপুরদুয়ার জেলা কনভেনশনে উপস্থিত ছিলেন রাজবংশী ঐক্য মঞ্চের সভাপতি সুনির্মল রায় প্রামানিক সহ অন্যান্যরা।