বিজেপির নেতারা এলাকায় এলে আটকে দিন, ব্যবস্থা নিন, ঘেরাও করে রাখুন, হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিতর্কিত নিদান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির, পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর ঠাকুরটোলা এলাকার সাতজন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশী সন্দেহে আটক রয়েছে। পরিবারের লোকের অভিযোগ ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে তাদের। ঠিক ভাবে দেওয়া হচ্ছে না খাবার। ইতিমধ্যেই জেলা প্রশাসন ওই শ্রমিকদের ছাড়ানোর চেষ্টা করছে।

রবিবার শ্রমিকদের পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে আসেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। সেসময় তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। বিশ্বজিৎ বলেন বিজেপির লোকেরা এলাকায় এলে ব্যবস্থা নিন। এখানে রাজনীতি করবে ভোট চাইতে আসবে। আর বাংলার লোকেদের মারবে এটা হবে না। অন্যদিকে জেলা বিজেপির দাবি শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। তার উপর বাংলায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।