রাজস্থানে ধৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছালেন বাংলা পক্ষের নেতৃত্ব। রাজস্থানে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার মালদার কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিক। ঐ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় শোকার্ত পরিবার। শনিবার সন্ধ্যায় কালিয়াচক থানার জালালপুর এলাকায় সেই পরিবারের সঙ্গে দেখা করলেন বাংলা পক্ষের নেতৃত্বরা। বাংলা ও বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলেন বাংলা পক্ষের নেতারা। বাঙ্গালীদের উপর হেনস্থা এবং বাংলাদেশি তকমা দেওয়া এর বিরুদ্ধে সরব হলেন বাংলা পক্ষের নেতৃত্ব।

বাঙালি বিদ্বেষ এর প্রতিবাদে সিপিএম, তৃণমূল, কংগ্রেস দল পথে নামছে এতে তারা খুশি, কিন্তু এর সমাধান বেরোচ্ছে না। তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজস্থানে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়। রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। তার সমস্ত নথি থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে পাঠানো হয়। বিষয়টি নিয়ে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের সঙ্গেও যোগাযোগ করবেন তারা। উপস্থিত ছিলেন, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, সদস্য আব্দুল লতিফ, রজত ভট্টাচার্য, জেলা সভাপতি শুভ্রজ্যোতি দত্ত সহ অন্যান্য সদস্যরা।