বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

দশ লক্ষের কালভার্টে তিন সপ্তাহের ভেতর ফাটল, নিম্ন মানের কাজের অভিযোগ

কাজ শেষ হয়েছে সপ্তাহ তিনেক আগেই। চলছে মাটি ভরাটের কাজ। এখনও অনুষ্ঠানিক উদ্বোধনও হয়নি। এর মধ্যেই কালভার্টে ফাটল ধরতে শুরু করছে। ঝুঁকে গিয়েছে দেওয়াল। এমনই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া-আজিমপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ,নিম্নমানের কাজের জন্যই ওই ফাটল। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ। যদিও ঠিকাদার আব্দুল রউফের দাবি,সিডিউল মেনে কাজ হয়েছে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার কাজ খতিয়ে দেখেছে। কালভার্টে সামান্য চির ধরেছে। সমস্যা হবে না।

স্থানীয়রা মাটি ভরাটের কাজ আটকে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে বিরুয়া- আজিমপুর জলাশয়ের উপর কোনও কালভার্ট ছিল না। ঘুরপথে মানুষকে যাতায়াত করতে হত। বর্ষার সময় চরম সমস্যা হত। বিভিন্ন জায়গায় নতুন কালভার্টের দাবি জানানোর পর সম্প্রতি জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন কালভার্ট।কালভার্ট তৈরি কাজ শেষ হওয়ার কয়েকদিন পরই কালভার্টের নীচের অংশে ফাটল দেখা গিয়েছে বলে অভিযোগ উঠছে। জেলা পরিষদের জুনিয়ার ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন, এক জায়গায় ফাটল দেখা দিয়েছে। টেকনিক্যাল দিক থেকে ঠিকই আছে।কাজ ভালো হয়েছে। কোনও সমস্যা হবে না বলেই আশা করি। যদিও প্রশাসন কাজ ভালোর কথা বললেও গ্রামবাসীদেরমনে প্রশ্ন রেখেই দিচ্ছে কালভার্টের ওই ফাটল।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top