আগরতলা সহ ত্রিপুরার ৮টি জেলার আনাচে-কানাচে বাড়ি ভাড়া এবং বিভিন্ন হোটেল সহ বিউটি পার্লারের আড়ালে চলছে মধুচক্রের আসর । এবার ত্রিপুরা দক্ষিণ জেলা সাতচাঁদ গ্রামবাসীদের তৎপরতায় বন্ধ ঘর থেকে আটক করা হলো এক গৃহবধূ সহ দুই যুবককে। বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চালানোর অভিযোগ উঠেছে ঐ গৃহবধূর বিরুদ্ধে।

ঘটনার সাথে যুক্ত এক গৃহবধূ ও দুই যুবককে গ্রেফতার করেছে মনুবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ এবং তার সঙ্গে থাকা দুই যুবককে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বাড়িতে এই কার্যকলাপ চলছিল, এদিন স্থানীয় গ্রামবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে।