শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ রামপুরহাটের ভোল্লা এলাকায় ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রাকের—একটি যাচ্ছিল নলহাটির দিকে, অন্যটি রামপুরহাটের দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি ট্রাক একে অপরকে পাশ কাটানোর আগেই মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, দু’টি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন এক ট্রাকচালক।

তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চালক আটকে পড়েন ট্রাকের কেবিনে। তাকে বের করার জন্য দড়ি দিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে রামপুরহাট ও মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে যায় এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।