বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জল গড়ালো থানা পর্যন্ত

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। পাল্টা পরীক্ষা নিয়ামক কে প্রাণনাশের হুমকি অধ্যাপকের বিরুদ্ধে । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এহেন কান্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কেন এমন ঘটলো ? যা ঘিরে তোলপার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ! ঘটনার সূত্রপাত পরীক্ষার সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে। ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাবা তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ছাত্রটির বাবা অচিন্ত কুমার ব্যানার্জী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আবার তিনিই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাথে যুক্ত। তার ছেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী তাকেই বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে অচিন্তবাবুর বিরুদ্ধে। পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার ও অধ্যাপক অচিন্ত কুমার ব্যানার্জীর স্নায়ুযুদ্ধ শুরু হয়।পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকার দাবী অধ্যাপকের কোন ছেলে যদি পরীক্ষার্থী হয়। তবে পরীক্ষার সাথে সেই অধ্যাপক যুক্ত থাকতে পারে না। এক্ষেত্রে এমনটাই ঘটেছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপক ছেলের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে।এরপরই অধ্যাপক বাবা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পরীক্ষা নিয়ামকের। আর যা ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর অন্ধকারে ছাত্রের ভবিষ্যত।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top