ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চেংমারী চা বাগানের নেপালি লাইন এলাকায় শুক্রবার রাতে একটি আম গাছ থেকে ১৩ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করা হয়। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যা ৭টার দিকে একটি বাড়ির কাছে আম গাছের গোড়ায় বিশাল সাপ নজরে আসে। সাপ দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় বনকর্মীদের।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগের কর্মকর্তা সপন সাহ, সর্প বিশেষজ্ঞ সম্বল বিশ্বাস ও ফরিদুল হক ঘটনাস্থলে পৌছে যান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাপটি নিরাপদে ধরা পড়ে। বন বিভাগের সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সাপটি কিং কোবরা, যা প্রায় ১৩ ফুট লম্বা। বনকর্মীরা জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার সাপটির নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।