এলাকায় রমরমিয়ে চলছিল জুয়ার আসর। গ্রামবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। ভেঙে ফেলা হয়েছিল বেআইনি মদ এবং জুয়ার আসর। সেই আক্রোশে এবারে পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হলো থানায়। আর এতেই বিক্ষোভে ফেটে পড়লেন গোটা গ্রামের মহিলারা।

প্রতিবাদে সোচ্চার হলেন মালদহের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকার কয়েকশো মহিলা। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান তারা। মহিলাদের অভিযোগ,এই এলাকায় বেআইনি মদ এবং জুয়ার আসর বন্ধ করা হয়েছিল। আর আক্রোশে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বিশ্বজিৎ সেন এর নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে থানায়। এলাকার দু একজন মহিলা এবং রাজনৈতিক দলের এক নেতা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে, যারা এই বেআইনি মদ এবং জুয়ার আসরের সাথে যুক্ত ছিল। আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছি। সেই সঙ্গে সমস্ত গ্রামের মহিলারা গণস্বাক্ষর করে থানায় অভিযোগ জানিয়েছে।