শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ চুরি যাওয়া একটি মোটরসাইকেল ময়নাগুড়ি থেকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি। ধৃতদের নাম স্বপ্নময় দাস ও রূপল দেবগুপ্ত। দু’জনেই ময়নাগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুলাই মাটিগাড়া এলাকা থেকে একটি বাইক চুরি যায়।

২৩ জুলাই বাইকের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরি যাওয়া বাইকটি ময়নাগুড়িতে রয়েছে। তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ বাইকটি উদ্ধার করে এবং গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে । ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।