শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লিতে একটি সোনার দোকানে চুরির ঘটনায় এক ব্যাক্তি সহ চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করল পানিটেঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃত সেই ব্যক্তির নাম সঞ্জয় সূত্রধর। উল্লেখ্য গত ২১ জুলাই দুলাল কোয়েলের সোনার দোকান থেকে প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি যায়। ঘটনার পর ২৪ জুলাই শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাংকি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে খড়িবাড়ির বাসিন্দা সঞ্জয় সূত্রধর নামে এক ব্যক্তিকে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পানিটেঙ্কি আউটপোস্টের পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি চুরি যাওয়া সোনা উদ্ধারের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।