সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্র স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল ভিন্ন রাজ্যের এক পুণ্যার্থী। স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, উত্তর প্রদেশ থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে। পুজো দেওয়ার আগে গতকাল দুপুর নাগাদ প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকজন যুবক এক নম্বর ঘাটে স্নান করতে নামে। সমুদ্র স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের কারণে এক যুবক তলিয়ে যায়। নিখোঁজ ওই যুবকের নাম সন্দীপ গৌড় (২৪), বাড়ি উত্তরপ্রদেশে।

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সমুদ্রে ওই যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোর্ড I এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়। দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঢেউ এবং সন্ধ্যে হয়ে যাওয়ায় কারণে গতকাল তল্লাশি অভিযান বন্ধ করে ব্লক প্রশাসন I আজ সকাল থেকে পুনরায় নিখোঁজ পুণ্যার্থীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন।