বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

স্কাউট এন্ড গাইডে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে জেলাকে গর্বিত করলেন বীরভূমের যুবক অনুপম চক্রবর্তী

বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা যুবক অনুপম চক্রবর্তী ৷ স্কাউট এন্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন৷ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন ৷ পুরস্কার পেয়ে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন, এতে আমি আনন্দিত, সম্মানিত ও গর্বিত ৷ জানা গিয়েছে ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজনকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় ৷ অনুপম তাদের মধ্যে অন্যতম৷ সেরা রোভার হিসাবে তিনি পুরস্কৃত ৷ উল্লেখ্য, বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে অনুপম যুক্ত ৷ ছোটবেলা থেকে স্কাউট এন্ড গাইডস এর প্রশিক্ষণ নেন ৷

প্রায় দুই দশক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশনের হয়ে তিনি স্কাউটিং করছেন ৷ তথ্য থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হলো এই স্কাউট এন্ড গাইডস ৷ তরুণ যুবাদের মধ্যে আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আনা ও তাদের দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা এবং দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই সংগঠন কাজ করে চলেছে ৷ অনুপম চক্রবর্তীর এমন সাফল্যে খুশি জেলাবাসী ও তার বাড়ির সদস্যরা ৷ অনেকে তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ৷

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top