শিলিগুড়িতে বেসরকারি স্কুল বাসে গাফিলতি, ট্রাফিক পুলিশের অভিযানে ফাঁস একাধিক অনিয়ম I শিলিগুড়িতে বেসরকারি স্কুল বাস পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল অভিভাবকদের তরফে। গাড়ির বৈধ নথিপত্র না থাকা, চালকের লাইসেন্স না থাকা, কিংবা ছাত্র-ছাত্রীদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা না থাকা—এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে বৃহস্পতিবার কড়া পদক্ষেপ নেয় শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ড।এদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় I এই অভিযানে ধরা পড়ে একাধিক চাঞ্চল্যকর গাফিলতি। দেখা যায়, বেশিরভাগ স্কুল বাসেই নেই কোনও বৈধ ফিটনেস সার্টিফিকেট, নেই ইন্সুরেন্সের কাগজপত্র।

এমনকি কয়েকজন চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই বাস চালাচ্ছিলেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ছাত্রছাত্রীদের সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা নেই অনেক বাসেই। অধিকাংশ বাসে নেই সিসিটিভি ক্যামেরা কিংবা জিপিএস ট্র্যাকিং সিস্টেম। যেসব বাসে ফার্স্ট এইড বক্স রয়েছে, তাও অনেক ক্ষেত্রে পুরনো ও মেয়াদোত্তীর্ণ ওষুধে ভর্তি। ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, অভিযানে বেশ কিছু বাসকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে বাস মালিকদের। ভবিষ্যতেও এই ধরনের হঠাৎ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। এই ঘটনায় শহরের অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, শিশুদের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস মেনে নেওয়া যাবে না। প্রশাসনের তরফেও স্কুল বাস পরিষেবায় কড়াকড়ি চালু করার আশ্বাস দেওয়া হয়েছে।