৬০ বছরের উপরে বয়স্ক পুরুষ – মহিলাদের নিয়ে এক দিবসীয় শিবির অনুষ্ঠিত হল বারবিশা শিলবাংলো বন দপ্তরের কটেজে। ৬০ উর্ধরা একদিনের জন্য বাড়ির বাইরে অনন্দে মেতে উঠলেন শিবিরের মাধ্যমে। বারবিশা সিগনেচার অ্যাকাডেমির অয়োজনে এই শিবিরের নাম দেওয়া হয়েছে আনন্দম। যাতে বলা হয়েছে আমরা বড় হব কিন্তু বুড়ো হবো না। রবিবার সকালে অ্যাকাডেমির অফিস থেকে গাড়ি করে বারবিশার শিলবাংলো কটেজে নিয়ে আশা হয় ৩৬ জন ৬০ উর্ধ পুরুষ এবং মহিলাদের। কুমারগ্রাম ব্লক স্বাস্থ দপ্তরের সহযোগিতায় স্বাস্থ পরক্ষা করানো হয় সকলকে।

বসানো হয় গল্পের অসর, আলাপ আলোচনা বাড়ির ভালো মন্দ সমস্তটাই মন খুলে বলতে বলা হয় সকলকে। অনেকেই নিজের মনের কথা শেয়ার করে তৃপ্তি পেয়েছেন বলে জানাগিয়েছে। দুপুরের খাবাবারের পর নদীর ধারে মনরোম পরিবেশে ঘুরতে নিয়ে যাওয়া হয় সকলকে। ফিরে এসে বারবিশা করম পুজার মাঠে ৬০ উর্ধদের সামনে বসিয়ে নাচ গান এবং ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশেষে আনন্দন শিবিরে অংশ গ্রহন করা ৬০ উর্ধ ৩৬ জল পুরুষ এবং মহিলা কে শংসাপত্র এবং মেমন্ট্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আই সি সৌমিক চট্টপাধ্যায়, ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন, বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সরকার, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওড়াও, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি জয়প্রকাশ বর্মন প্রমুখ।