যুবতীকে ফোন করে উত্ত্যক্ত করত যুবক, পরিবার বাধা দেওয়ায় রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালালো যুবক। এলোপাথাড়ি ছুরির আঘাতে জখম ৫ জন। বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রতিবেশীরাও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি এলাকায়। যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে,যুবতীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী গ্রামের এক যুবক।বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয়।

পাশাপাশি ওই যুবককেও ফোন করতে মানা করা হয়। যুবতীর পরিবারের অভিযোগ,ওই যুবককে বাধা দেওয়ায় এদিন রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি দিয়ে হামলা চালায়। এরপর পালিয়ে যায় অভিযুক্ত যুবক।ঘটনায় জখম হয়েছে ওই যুবতি সহ পরিবারে অন্যান্য সদস্যরা। পাশাপাশি চিৎকার শুনে পাশের বাড়ির একজন এগিয়ে গেলে তার উপর হামলা চালায় ওই যুবক বলে অভিযোগ। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ওই যুবতী সহ পরিবারের আর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছেছে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। যদিও খবর লেখা পর্যন্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।