লাগাতার বর্ষণের জেরে কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে আশেপাশের একাধিক গ্রামে ঢুকে পড়েছে জল। লাভপুরের বাঘসিনা থেকে কীর্ণাহার যাওয়ার রাস্তার উপরও বাড়তে শুরু করেছে জল, পাশাপাশি কাঁন্দরকুলা গ্রামের কাঁন্দর ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় বিপদের মধ্যেই চলছে যাতায়াত।
এদিকে বৃহস্পতিবার জলস্তর বেড়ে যাওয়ায় কাঁন্দরকুলা গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলে ডুবে যায়। সকালে পড়ুয়ারা এলেও পঠনপাঠন সম্ভব হয়নি বলে জানান কেন্দ্রের কর্মী।

প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। উল্লেখ্য, যদি তিলপাড়া ব্যারেজে জলস্তর বেড়ে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ে, তাহলে ঠিবা, বাঘসিনহা, কাঁন্দরকুলা, জয়চন্দ্রপুর, খাঁপুর, চতুর্ভুজপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা থাকছেই।
গত বছর টানা মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল এই অঞ্চল। এক বছরের মাথায় ফের সেই দুশ্চিন্তা যেন ফিরে এলো ঠিবা অঞ্চলে।