ডিজিটাল যুগে খেলাধুলা বিলুপ্তর পথে। যুব সমাজকে মাঠমুখী করতে এগিয়ে এল একদল যুবক। মালদার মানিকচকের ভুতনি থানার উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জলাবদিটোলা এলাকায় শুরু হল বিশাল ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার দুপুর নাগাদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভারম্ভ করা হয়।

এদিন উপস্থিত ছিলেন উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। মালদার বিভিন্ন এলাকা থেকে ক্রিকেট দল খেলায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।