২০২৪ সালে মাদক পাচার সংক্রান্ত একটি মামলায় যুক্ত থাকার অভিযোগে ত্রিপুরা উত্তর জেলার চুরাইবাড়ি থানার পুলিশ গভীর রাতে সিপাহীজলা জেলা বিশালগড় থেকে বিশালগড় অফিস টিলা সংলগ্ন এলাকার কুখ্যাত নেশা পাচারকারী দেবাশীষ সাহাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
চুরাইবাড়ি থানার পুলিশ অফিসার খোকন সাহা জানান, ২০২৪ সালের ৬ জুন চুরাইবাড়ি থানার পুলিশ ৮ নম্বর অসম-আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশির সময় WB73D-5911 নম্বরের দশ চাকার একটি গাড়ি থেকে ২৭৫ কেজি অবৈধ শুঁকনো গাঁজা উদ্ধার করেছিল।

তখন পুলিশ গাড়িটিকে আটক করার আগেই অভিযুক্ত গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় গাড়ির মালিক কুখ্যাত নেশা পাচারকারী দেবাশীষ সাহার বিরুদ্ধে একটি এনডিপিএস আইনে ২৬/২৪ নম্বরে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২০(বি) (১১) (সি)/২৫ অফ এনডিপিএস ধারায়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে গাড়ির মালিক কুখ্যাত নেশা পাচারকারী দেবাশীষ সাহা এই গাঁজা পাচারের সাথে সরাসরি যুক্ত। তখন থেকে একাধিকবার তার বিরুদ্ধে সমন জারি করলেও সে পাত্তাই দেয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশ বিশালগড়স্থিত তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।পরে সকল আইনি প্রক্রিয়া শেষে পুলিশ রিমান্ড চেয়ে ধৃত নেশা পাচারকারী দেবাশীষ সাহাকে উত্তর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে।