আলিপুরদুয়ার শহরে বহু প্রতীক্ষিত সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে। সেই সুইমিং পুল প্রস্তাবিত মায়া টাকিজ ফল এলাকায় হচ্ছে সেখানে আজ সকালে পরিদর্শনে বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল।
আর তার ঘন্টাখানেক এর মধ্যেই পরিদর্শনে গেলেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। ফলে প্রশ্ন উঠছে সুইমিং পুল নির্মাণের কৃতিত্ব নেওয়ার জন্য চলছে দড়ি টানাটানির খেলা।

আজ পরিদর্শন করে বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন আলিপুরদুয়ারে সুইমিং পুল নির্মাণ জন্য একাধিক বার বিধানসভায় তুলে ধরেছি এবং মুখ্যমন্ত্রী নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের থেকে এই এলাকায় সুইমিং পুল নির্মিত হবে।
ওপরদিকে উক্ত এলাকা এদিন পরিদর্শন করে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান ২০১৭ সালে আমি প্রস্তাব রেখেছিলাম সুইমিং পুল করার জন্য এবং সেই অনুযায়ী দেরিতে হলেও কাজ শুরু হচ্ছে।
এর থেকেই প্রকাশ পাচ্ছে তৃণমূল দলের ভেতরে গোষ্ঠীকোন্দল রয়েছে বলে জানান বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস।