আলিপুরদুয়ারে নির্মিত হতে চলেছে সুইমিং পুল কিন্ত সেই সুইমিং পুল নির্মাণের কৃতিত্ব নেওয়ার জন্য চলছে দড়ি টানাটানি খেলা। || চা বাগানের জলাশয়ের মধ্যে পড়ে গেল লেপার্ড আর সেই লেপার্ডকে উদ্ধার করতে তুলকালাম কাণ্ড ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানে। || অভাবকে সাথে নিয়েই সংগীত সাধনায় বীরভূমের আশা লতা মালাকার। || প্রেম মানে না বয়স প্রেম মানে না জাতপাত। || আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা || মৌন মিছিল ও মোমবাতি জ্বালিয়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় রামমোহন রায় ফ্যানস ক্লাব || আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার আরো এক বাংলাদেশী! || অসমে গাঁজা পাচার করতে ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার কুখ্যাত নেশা পাচারকারী বিশাল নট্ট দাস! || জম্মু-কাশ্মীরের পহেলগাম ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য না করার জন্য সকলের কাছে অনুরোধ জানালেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা রতন ভৌমিক! || বৃষ্টির পর জলমগ্ন আগরতলা শহর! ||

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার আলিপুরদুয়ার রাজ পথে প্রতিবাদ মিছিল ও পথ সভা করা হয়। জানা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভাবমূর্তিকে কুলসিত করার জন্য বাম ও বিজেপি অপপ্রচার ও নোংরা রাজনীতি করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কে নিয়ে তারেই প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও পথসভা করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস।

প্রতিবাদ মিছিল ও পথসভা সম্পর্কে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে কি বললেন শুনে নেওয়া যাক।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top