গত কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকের উপর পাকিস্তানি সন্ত্রাসীদের আক্রমণের ফলে ২৮ জন পর্যটক নিহত হবার ঘটনায় দেশের সবাইকে কান্নায় ভাসিয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা গোমতী জেলা সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে উদয়পুর জামতলা থেকে এক শোক মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরাতন মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়, নিউ টাউন রোড হয়ে জামতলাতে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা করতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন, জম্মুওকাশ্মীরে পহেলগাম ঘটনার নিন্দার ভাষা নেই। যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যেককেই পুলিশের জালে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু, দুঃখের বিষয় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষজন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন, এই সব থেকে বিরত থাকার জন্য সকল জনগণের নিকট অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। তিনি আরো বলেন, এই ধরনের আচরণ বস্তুত সমাজদ্রোহীদেরকে সাহায্য করবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ধিক্কার জানানোর আহ্বান জানান।