হঠাৎ করে রাতের মুষলধারে বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। যদিও আগরতলা পৌর নিগমের কর্মীদের তৎপরতায় খুব বেশি সময় রাস্তায় জল ছিলনা। যার ফলে সকালে কিছুটা সময় আগরতলা শহরের রাস্তায় যান চলাচল কিছুটা ব্যহত হয়। পথচারীদের জল পেরিয়ে পৌঁছুতে হয়েছে গন্তব্যে।

কিছুটা সময় আগরতলা শহরের বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে জনগণের চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আগরতলা শহরের প্রধান বাণিজ্যিক এলাকা শকুন্তলা রোড, বিদুরকর্তা চৌমুহনি সহ আশপাশ এলাকায় জল জমে যায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের বিভিন্ন অলি গলি ও। যদিও আগরতলা পৌর নিগমের কর্মীদের তৎপরতায় জল নিষ্কাশনের পাম্প মেশিন দিয়ে দ্রুত সেই জল রাস্তা থেকে নামানো হয়।