স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে ত্রিপুরা খোয়াই জেলা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রশংসনীয় কর্মসূচি। বিজেপি মন্ডলের কর্মী ও সমর্থকরা এদিন বিভিন্ন এলাকা ঘুরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে রাস্তার ধারে, গাছের নিচে কিংবা বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা দেব-দেবীর প্রতিমাগুলি সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে খোয়াই নদীতে নিরঞ্জন সম্পন্ন করেন। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি নিজে নিরঞ্জন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং কর্মীদের উৎসাহ দেন। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, অনেক সময় গৃহস্থরা পুজোর পর প্রতিমাগুলি যথাযথভাবে নিরঞ্জন না করে পথে-ঘাটে ফেলে রাখেন,

যা ধর্মীয়ভাবেও অনুচিত এবং পরিবেশের দিক থেকেও ক্ষতিকর। ২৯ কৃষ্ণপুর বিজেপি মন্ডলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, কারণ এটি ধর্মীয় মর্যাদার সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার মধ্যে একটি সুন্দর সমন্বয়। চাকমাঘাট, মাইগঙ্গা ও কৃষ্ণপুর সহ বিজেপি মন্ডলের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়। প্রতিমা সংগ্রহ ও নিরঞ্জনের প্রতিটি ধাপে মন্ডলের কর্মীরা নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে অংশ নেন। মন্ত্রী বিকাশ দেববর্মা আরো বলেন, এই ধরনের উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় আচার পালন নয়, বরং একটি সামাজিক দায়িত্বও। কৃষ্ণপুর বিজেপি মন্ডলের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্বচ্ছ ও সুস্থ পরিবেশ গঠনে ভূমিকা রাখবে। এই কর্মসূচির মাধ্যমে ২৯ কৃষ্ণপুর বিজেপি মন্ডল যেমন ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, তেমনি ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বাস্তবায়নে একটি ইতিবাচক ও সময়োপযোগী বার্তা দিয়েছে।