রাস্তার কাজ শুরুর প্রাক্কালে রাস্তা পরিদর্শনে গিয়ে দুই গ্রামের বিজেপি কর্মী-সমর্থকদের প্রবল গন্ডগোলের মধ্যে আটকা পড়লেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ইঞ্জিনিয়ার। তাদের সামনেই রীতিমতো ধস্তাধস্তি, মারপিটে জড়ালেন দুই গ্রামের বিজেপি কর্মী-সমর্থকরা। আজ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের ইকরাপুকুর এলাকায়। ঘটনায় পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হল মালদা থানার পুলিশকে। ঘটনায় এক পক্ষের দাবী, তাদের গ্রামের রাস্তার কাজের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় টাকা বরাদ্দ হয়েছে। অথচ তাদের গ্রামকে বাদ দিয়ে অন্য এলাকা দিয়ে রাস্তা তৈরির তোড়জোর চলছে।

এর প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তারা। আর তখনই অপর গ্রামের বাসীন্দারা তাদের উপর চড়াও হয়ে বেশ কয়েকজনকে মারধর করে। যদিও অপর পক্ষের দাবী, তাদের গ্রামের রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু পাশের গ্রামের বাসীন্দারা তাতে বাধা দিচ্ছেন। এই বাধাদানকে কেন্দ্র করেই গন্ডগোল হয়েছে। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। এদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবী করেছেন পুরাতন মালদার তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি নেতৃত্বের দাবী কোন গোষ্ঠী কোন্দল নয়। ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে।