এজন্য এক সম্প্রীতির ভ্রাতৃত্ববোধের জলজ্যান্ত উদাহরণ। এরকমই চিত্র ধরা পরল মালদার মানিকচকের মথুরাপুরে।মহাসমারোহে পালিত হল মথুরাপুর সার্বজনীন বজরংবলী পূজা কমিটির তরফে এক বিশাল শোভাযাত্রা। এ দিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতি পিংকি মন্ডল,মালদা জেলা বিজেপি সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল,তৃণমূল নেতা সৌম্যদীপ সরকার, অভিজিৎ মিশ্র, সুভাষ যাদব সহ অসংখ্য সংখ্যালঘু ও অন্যান্যরা।

প্রতিবছরের ন্যায় এ বছরও দশমীর দিন মথুরাপুর গোয়ালপাড়া বজরংবলী মন্দির থেকে লাঠি খেলার মাধ্যমে পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করে হাজারো মানুষ। বিগত 44 বছর ধরে এই পরম্পরা চলে আসছে এলাকায়। এই শোভাযাত্রাকে ঘিরে মানিকচক পুলিশ প্রশাসনের তরফে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়।