মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দকৃত অর্থ প্রায় এক কোটি চৌদ্দ লক্ষ টাকা ব্যয়ে প্রায় এক কিমি রাস্তা শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমূল হোসেন।সোমবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের রহমতপুর তরলতলা থেকে গোপালপুর মহারাজ মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়।

এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও মঙ্গলুদ্দীন,প্রাক্তন প্রধান শামসুদ্দিন আহমেদ,বিরোধী দলনেত্রীর প্রতিনিধি আলম আলী,রহমতপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মোঃআলম মাহী সহ বিশিষ্টজনেরা।