সোমবার ভোররাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বেশ কিছু স্থানে গাছপালা বাড়িঘরে ভেঙ্গে পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানের সঙ্গে বড়মুড়ার চিন্দ্রাই পাড়া জনজাতি এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট হয়। সোমবার সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনেই বৈদ্যুতিক ট্রান্সফরমারের কাছে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতে গেলে বিদ্যুতের ছোবলে প্রাণ যায় অবিরত রুপিণী নামে ৫০ বছরের এক ব্যাক্তির।

সঙ্গে সঙ্গে এলাকার লোকজনের চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই দৌঁড়ে এসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা বিদ্যুতের ছোবলে আক্রান্ত জনজাতি জুম চাষী অবিরত রুপিনী’কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে নিহত জনজাতি ব্যক্তির মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় । অবিরত রুপিণী নামে ৫০ বছরের জনজাতি ব্যাক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকার মানুষজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।