ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরে শাসক দল বিজেপি পরিচালিত ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান উনাদের ব্যক্তিগত কারন দেখিয়ে বিডিও-এর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে। উল্লেখ্য, কৈলাসহর গৌরনগর আর. ডি. ব্লকের অধীনস্থ ১১ আসন বিশিষ্ট ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের দখলে ছিলো। বিগত ২০২৪ সালের গ্রাম পঞ্চায়েত ভোটে ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ১১ আসনের মধ্যে বিজেপি দল ৭ আসনে এবং কংগ্রেস দল ৪ আসনে জয়লাভ করেছিল। ভোটে বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরা জয়লাভ করার পর বিজেপি দলের পঞ্চায়েত সদস্যা রেবা রানী নম বিশ্বাসকে প্রধান এবং অপর পঞ্চায়েত সদস্য তোফাইল আহমেদকে উপপ্রধান করা হয়েছিল।

এরপর থেকে পঞ্চায়েত ঠিকঠাক ভাবেই চলছিল। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগও ছিলো না বলে গ্রামবাসী থেকে জানা গেছে। কিন্তু, হঠাৎ করে প্রধান এবং উপপ্রধান গৌরনগর আর. ডি. ব্লকের বিডিও নবারুন চক্রবর্তীর কাছে লিখিত ভাবে পদত্যাগপত্র জমা দেয়। পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, প্রধান এবং উপপ্রধান উনারা নিজেই এসে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং উনাদের ব্যাক্তিগত কারনে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে পদত্যাগপত্রে লেখা রয়েছে বলেও বিডিও জানান। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় প্রধান এবং উপপ্রধান কেউই সংবাদ প্রতিনিধিদের কিছু জানায়নি। পরবর্তী সময়ে উনাদের সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যোগাযোগ করার চেষ্টা করে হলে তাদের মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।