ধূপগুড়ি রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন দুপুরে মিলনী ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে। জয় শ্রী রাম লেখা গেরুয়া ধ্বজা হাতে এই শোভাযাত্রায় অংশ নেয় কয়েক হাজার রামভক্ত। রাম, সীতা, লক্ষণ এবং হনুমান সেজে শোভাযাত্রায় অংশ নেয় কচিকাঁচারাও।

শোভাযাত্রার পাশাপাশি মিলনী ময়দানে রামের বিশেষ পুজো এবং হোমের আয়োজন করা হয়েছে। রামনবমী উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এসডিপিও’র নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল।
অন্যদিকে সম্প্রীতি সংঘের পক্ষ থেকে ঘোষপাড়া মোড়েও রামনবমী উপলক্ষে পূজার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্ৰহণকারীদের শরবত খাওয়ানো হয় সম্প্রীতি সংঘের পক্ষ থেকে।