আজ গণেশ চতুর্থী চারিদিকে উৎসবমুখর পরিবেশ। গোটা শিলিগুড়ি শহর গণেশ বন্দনা মেতে উঠেছে। গতকাল শিলিগুড়ির বিভিন্ন গণেশ পূজা মন্ডপের উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। এবারে শিলিগুড়ি গনেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির পূজো উনিশ তম বর্ষে পদার্পণ করেছে। এই পূজা শিলিগুড়ির সবথেকে পুরনো পুজো। প্রত্যেক বছর মহাসমরে অনুষ্ঠিত হয়ে থাকে শিলিগুড়ি গনেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির পুজো। গতকাল উদ্বোধন হয়েছে। এদিন সকাল থেকে দেখা গেল পূজা মন্ডপে গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তদের ভিড়।

অনেক ভক্তই এসেছেন পুজো দিতে, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিতে। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে শিলিগুড়ি গনেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির পূজা মন্ডপ। অপরূপ সুন্দর এই পূজা মণ্ডপ দেখতে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।